ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০৭:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 110

খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র দল ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া এলাকায় সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানকালে ওই এলাকায় টহলদল ইউপিডিএফের সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় ১৫–২০ সদস্যের ইউপিডিএফ সশস্ত্র দলের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়।

পরে অভিযানকালে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে দুর্গম এলাকার কারণে ইউপিডিএফের সশস্ত্র দল পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সচেষ্ট, এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র দল ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া এলাকায় সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে। অভিযানকালে ওই এলাকায় টহলদল ইউপিডিএফের সন্দেহভাজন এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এসময় ১৫–২০ সদস্যের ইউপিডিএফ সশস্ত্র দলের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়।

পরে অভিযানকালে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে দুর্গম এলাকার কারণে ইউপিডিএফের সশস্ত্র দল পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সচেষ্ট, এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।