খাগড়াছড়িতে পর্যটক অপহরণের চেষ্টা, আটক ৪
- সর্বশেষ আপডেট ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / 100
খাগড়াছড়িতে পর্যটক অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে তাদের মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার খাগড়াছড়ি ভ্রমণ শেষে রাঙামাটির পথে থাকা ছয়জন পর্যটক অপহরণের কবলে পড়েন। মোটরসাইকেলে করে তাদের রাঙামাটির দিকে নিয়ে যাওয়া হয়। পথে দুই পর্যটকের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া হলেও বাকিদের মধ্যে একজন পুলিশ হেফাজতে এবং বাকি তিনজন এখনো নিখোঁজ আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের চেকপোস্টে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তারা হলেন; আতাউর রহমান সুজন (২২), দ্বীন ইসলাম পারভেজ (৩০), দেলোয়ার হোসেন (২৭) এবং নুনা প্রিয় চাকমা (৩৬)। সেনাবাহিনী তাদের পুলিশের হাতে তুলে দিলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা অপহরণের সঙ্গে জড়িত।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনী আটকের পর চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে একজন ভুক্তভোগীও রয়েছেন। পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে।



































