ঢাকা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইরান: রেজা পাহলভি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 54

রেজা পাহলভি (ডান) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (মাঝে) সাথে ইসরায়েলে, ১৭ এপ্রিল, ২০২৩

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের পর গঠিত নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান পাহলভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান, ইসরায়েল ও বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করতে বিদ্যমান আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তি’তে রূপ দেওয়ার লক্ষ্য থাকবে।

পাহলভির ভাষ্য অনুযায়ী, নতুন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে এবং আমেরিকার জনগণের সঙ্গে বন্ধুত্ব পুনর্গঠন করবে। একই সঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তাৎক্ষণিক স্বীকৃতি দেওয়া হবে।

বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলোর উদ্দেশে বক্তব্যের শুরুতে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শাসনে ইরান সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, অথচ এই শাসনের আগে ইরান ছিল শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর একটি দেশ।

তিনি আরও জানান, নতুন ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার করবে এবং মাদক পাচার, সংগঠিত অপরাধ ও চরম ইসলামবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। পাহলভির মতে, ভবিষ্যৎ ইরান অঞ্চলটিতে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে এবং বৈশ্বিক নিরাপত্তায় দায়িত্বশীল অংশীদার হবে।

নির্বাসিত এই নেতা ইরানি জনগণকে শিক্ষিত ও আধুনিক বলে উল্লেখ করে বলেন, তারাই দেশের বিশাল অথচ অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির জেরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরে বর্তমান শাসনব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইরান: রেজা পাহলভি

সর্বশেষ আপডেট ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতনের পর গঠিত নতুন সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান পাহলভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান, ইসরায়েল ও বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করতে বিদ্যমান আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তি’তে রূপ দেওয়ার লক্ষ্য থাকবে।

পাহলভির ভাষ্য অনুযায়ী, নতুন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে এবং আমেরিকার জনগণের সঙ্গে বন্ধুত্ব পুনর্গঠন করবে। একই সঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তাৎক্ষণিক স্বীকৃতি দেওয়া হবে।

বিশ্বের বন্ধু রাষ্ট্রগুলোর উদ্দেশে বক্তব্যের শুরুতে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শাসনে ইরান সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, অথচ এই শাসনের আগে ইরান ছিল শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর একটি দেশ।

তিনি আরও জানান, নতুন ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার করবে এবং মাদক পাচার, সংগঠিত অপরাধ ও চরম ইসলামবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। পাহলভির মতে, ভবিষ্যৎ ইরান অঞ্চলটিতে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে এবং বৈশ্বিক নিরাপত্তায় দায়িত্বশীল অংশীদার হবে।

নির্বাসিত এই নেতা ইরানি জনগণকে শিক্ষিত ও আধুনিক বলে উল্লেখ করে বলেন, তারাই দেশের বিশাল অথচ অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির জেরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরে বর্তমান শাসনব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হয়।