ক্ষমতায় এলে নিজেদের রাজা-বাদশার মনে করবেন না : শ্রম উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 23
ক্ষমতায় এলে কেউ যেন নিজেকে রাজা-বাদশা মনে না করেন—এমন আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গণভোটে জনগণের সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, কোনো দলের অবস্থান নয়।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে আয়োজিত গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করা এই উপদেষ্টা বলেন, যারা ভবিষ্যতে শাসনব্যবস্থায় আসবেন, তারা যেন ক্ষমতাকে ব্যক্তিগত কর্তৃত্ব হিসেবে না দেখেন।
সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিতে পারে। “আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে শেষ করেই আমরা চলে যেতে চাই,” বলেন তিনি।
ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, নির্বাচিত সরকারের মতো করে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করতে পারে না, তাদের সীমাবদ্ধতা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কোনো রাজনৈতিক দল যদি প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তাহলে ভোটারদেরই ভাবতে হবে সেই দলের উদ্দেশ্য কী।
গণভোট প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘হ্যাঁ’ ভোট না দেওয়া মানে একটি বড় সুযোগ হাতছাড়া করা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চায়, তারাই সাধারণত ‘না’ ভোটের পক্ষে থাকে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ ও একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হলে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। কোন দল কী বলল, সেটি নয়—ভোটের মালিক জনগণ, তাদের রায়ই চূড়ান্ত।



































