ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক
- সর্বশেষ আপডেট ১২:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 82
মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকটির চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। শিশুটির সুস্থতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে লেকের দক্ষিণপাড় এলাকার বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুমে পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম পরিষ্কার করতে গিয়ে একদিন বয়সী নবজাতকটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার জানান, শিশুটিকে আনার সময় অবস্থাটি খুবই খারাপ ছিল। দ্রুত সেবা ও চিকিৎসায় বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, ঘটনার পর নবজাতকের মা-বাবার পরিচয় শনাক্তে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে, ওইদিন সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে নবজাতকটির সার্বিক খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ব্যয় ও ভবিষ্যৎ পরিচর্যার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।


































