ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিম নয়, যেই বিশেষ যত্নে দূর হবে ত্বকের খসখসে ভাব

ইব্রাহিম ওয়ালিদ
  • সর্বশেষ আপডেট ১১:৫০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 118

ক্রিম নয়, যেই বিশেষ যত্নে দূর হবে ত্বকের খসখসে ভাব

গরমের বিদায় এবং শীতের আগমনের সময়ে আমাদের ত্বকে দেখা দেয় এক নিত্যনৈমিত্তিক সমস্যা—শুষ্কতা বা টানটান ভাব। বিশেষ করে এই সময় অনেকের মুখ, হাত এবং পায়ের ত্বক খসখসে হয়ে যায়। শীতের আগে যদি ত্বকের বিশেষ যত্ন নেওয়া যায়, তবে আপনার হাত হতে পারে উজ্জ্বল এবং কোমল। কিন্তু কীভাবে করবেন এই যত্ন?

অনেক সময় দামি ক্রিম ব্যবহার করলেও হাতের খসখসে ভাব পুরোপুরি দূর হয় না। তাই মুখের মতোই হাতেরও সমান যত্ন প্রয়োজন। এর জন্য একটি দৈনিক রুটিন মেনে চলা উচিত, যা ত্বকে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা এবং মসৃণতা।

দিনের ব্যস্ততায় হাত পরিষ্কার রাখতে একাধিকবার হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হয়। কিন্তু অ্যালকোহল বা তীব্র রাসায়নিক (কেমিক্যাল) যুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করলে হাতের স্বাভাবিক আর্দ্রতা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সবসময় গ্লিসারিন বা অ্যালোভেরা যুক্ত মাইল্ড বা কোমল হ্যান্ডওয়াশ ব্যবহার করার চেষ্টা করুন।

হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো মানের ক্রিম মেখে নেওয়া জরুরি। ক্রিমটি যদি গ্লিসারিন বা নারকেল তেল যুক্ত হয়, তবে তা ত্বকের জন্য অতিরিক্ত আর্দ্রতা যোগ করবে।

অনেকেই শুধু মুখে সানস্ক্রিন ব্যবহার করেন, কিন্তু হাতও সমানভাবে ট্যান বা কালচে হয়ে যায়। তাই প্রতিদিন ভালো এসপিএফ যুক্ত সানস্ক্রিন হাতেও ব্যবহার করা উচিত।

সপ্তাহে অন্তত একদিন স্ক্রাবিং করা প্রয়োজন। বাজারের ভালো ব্র্যান্ডের স্ক্রাব না কিনতে পারলে ঘরোয়া উপায়ে চিনি ও নারকেল তেল মিশিয়ে হাতে ব্যবহার করতে পারেন। এটি ত্বক থেকে মৃত কোষ দূর করবে।

ঘরের কাজ করার সময়, ডিটারজেন্ট বা ডিস-সোপ ক্লিনার যদি সরাসরি হাতে লাগে, তবে হাতের মসৃণতা নষ্ট হয়ে যায়। তাই ধুলোবালি ঘাঁটার সময় বা বাসন মাজার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।

বাইরের পরিচর্যার পাশাপাশি শরীরের ভেতর থেকেও যত্ন নেওয়া জরুরি। ত্বক পানিশূন্য হয়ে গেলে সহজেই টান ধরে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরের আর্দ্রতা বা হাইড্রেশন বজায় রাখুন।

এই সহজ রুটিন মেনে চললে শীত আসার আগেই আপনার হাত হয়ে উঠবে উজ্জ্বল, কোমল এবং মসৃণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ক্রিম নয়, যেই বিশেষ যত্নে দূর হবে ত্বকের খসখসে ভাব

সর্বশেষ আপডেট ১১:৫০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

গরমের বিদায় এবং শীতের আগমনের সময়ে আমাদের ত্বকে দেখা দেয় এক নিত্যনৈমিত্তিক সমস্যা—শুষ্কতা বা টানটান ভাব। বিশেষ করে এই সময় অনেকের মুখ, হাত এবং পায়ের ত্বক খসখসে হয়ে যায়। শীতের আগে যদি ত্বকের বিশেষ যত্ন নেওয়া যায়, তবে আপনার হাত হতে পারে উজ্জ্বল এবং কোমল। কিন্তু কীভাবে করবেন এই যত্ন?

অনেক সময় দামি ক্রিম ব্যবহার করলেও হাতের খসখসে ভাব পুরোপুরি দূর হয় না। তাই মুখের মতোই হাতেরও সমান যত্ন প্রয়োজন। এর জন্য একটি দৈনিক রুটিন মেনে চলা উচিত, যা ত্বকে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা এবং মসৃণতা।

দিনের ব্যস্ততায় হাত পরিষ্কার রাখতে একাধিকবার হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হয়। কিন্তু অ্যালকোহল বা তীব্র রাসায়নিক (কেমিক্যাল) যুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করলে হাতের স্বাভাবিক আর্দ্রতা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সবসময় গ্লিসারিন বা অ্যালোভেরা যুক্ত মাইল্ড বা কোমল হ্যান্ডওয়াশ ব্যবহার করার চেষ্টা করুন।

হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো মানের ক্রিম মেখে নেওয়া জরুরি। ক্রিমটি যদি গ্লিসারিন বা নারকেল তেল যুক্ত হয়, তবে তা ত্বকের জন্য অতিরিক্ত আর্দ্রতা যোগ করবে।

অনেকেই শুধু মুখে সানস্ক্রিন ব্যবহার করেন, কিন্তু হাতও সমানভাবে ট্যান বা কালচে হয়ে যায়। তাই প্রতিদিন ভালো এসপিএফ যুক্ত সানস্ক্রিন হাতেও ব্যবহার করা উচিত।

সপ্তাহে অন্তত একদিন স্ক্রাবিং করা প্রয়োজন। বাজারের ভালো ব্র্যান্ডের স্ক্রাব না কিনতে পারলে ঘরোয়া উপায়ে চিনি ও নারকেল তেল মিশিয়ে হাতে ব্যবহার করতে পারেন। এটি ত্বক থেকে মৃত কোষ দূর করবে।

ঘরের কাজ করার সময়, ডিটারজেন্ট বা ডিস-সোপ ক্লিনার যদি সরাসরি হাতে লাগে, তবে হাতের মসৃণতা নষ্ট হয়ে যায়। তাই ধুলোবালি ঘাঁটার সময় বা বাসন মাজার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।

বাইরের পরিচর্যার পাশাপাশি শরীরের ভেতর থেকেও যত্ন নেওয়া জরুরি। ত্বক পানিশূন্য হয়ে গেলে সহজেই টান ধরে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করে শরীরের আর্দ্রতা বা হাইড্রেশন বজায় রাখুন।

এই সহজ রুটিন মেনে চললে শীত আসার আগেই আপনার হাত হয়ে উঠবে উজ্জ্বল, কোমল এবং মসৃণ।