ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলির টানা দুই ওয়ানডে সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 94

কোহলির টানা দুই ওয়ানডে সেঞ্চুরি

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি পরপর দুই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে কোহলির এখনও কতটি সেঞ্চুরি প্রয়োজন তা এখন ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয়।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে কোহলি ইতোমধ্যে ৮৪টি সেঞ্চুরি করেছেন। ১০০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে হলে তাকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে। তবে কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, যদি কোহলি টেস্ট ও ওয়ানডে আরও কিছু সময় খেলতেন, তাহলে ১০০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা তার জন্য সহজ হতো। এখন শুধুমাত্র ওয়ানডেতে খেলে এই লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে গেছে। কোহলির শেষ ওয়ানডে সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছিল, এরপর ২৮০ দিন পর ফের ওয়ানডেতে শতক হাঁকালেন তিনি।

রোববার ভারতের রাচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করার সময় কোহলি ওয়ানডেতে ৫২তম সেঞ্চুরি পূর্ণ করেন। পরবর্তীতে, বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন। তিনি ৯০ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫৩তম সেঞ্চুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কোহলির টানা দুই ওয়ানডে সেঞ্চুরি

সর্বশেষ আপডেট ০৬:২১:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি পরপর দুই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে কোহলির এখনও কতটি সেঞ্চুরি প্রয়োজন তা এখন ক্রিকেট বিশ্বে আলোচনার বিষয়।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে কোহলি ইতোমধ্যে ৮৪টি সেঞ্চুরি করেছেন। ১০০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে হলে তাকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে। তবে কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, যদি কোহলি টেস্ট ও ওয়ানডে আরও কিছু সময় খেলতেন, তাহলে ১০০ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা তার জন্য সহজ হতো। এখন শুধুমাত্র ওয়ানডেতে খেলে এই লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে গেছে। কোহলির শেষ ওয়ানডে সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছিল, এরপর ২৮০ দিন পর ফের ওয়ানডেতে শতক হাঁকালেন তিনি।

রোববার ভারতের রাচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করার সময় কোহলি ওয়ানডেতে ৫২তম সেঞ্চুরি পূর্ণ করেন। পরবর্তীতে, বুধবার রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন। তিনি ৯০ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫৩তম সেঞ্চুরি।