অতিরিক্ত কমিশনার
কোনো নিরাপত্তা ঝুঁকি নেই
- সর্বশেষ আপডেট ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 67
জুলাই-আগস্টের গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা সামনে রেখে রাজধানীতে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।
সোমরার (১৭ নভেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, নাগরিকরা শহরে স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন।
তিনি বলেন, রাজধানীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একাধিক ইউনিটকে মাঠে নামানো হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রোববার (১৬ নভেম্বর) রাত থেকেই শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছে।
সকালে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের প্রধান ফটকে দেখা গেছে, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থানে আছেন। তাদের পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরাও মোতায়েন রয়েছেন।































