কোনো বিতর্কিত নির্বাচনে যাবে না জামায়াত: তাহের
- সর্বশেষ আপডেট ০৯:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 105
বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া বিদেশি প্রভাবিত বা সাজানো কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
তাহের বলেন, কোনো কালো দাগযুক্ত বিতর্কিত নির্বাচনে জামায়াত অংশ নেবে না। প্রয়োজন হলে দেশের মানুষ আবার জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন আদায় করবে। তিনি আরও বলেন, “যে জুলাই সনদের কারণে বর্তমান সরকার ক্ষমতায় আছে, সেটিকে অবশ্যই আইনি স্বীকৃতি দিতে হবে। আমরা এই সমাবেশ করতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছি। যারা পিআরের বিপক্ষে, তাদের বলব; নির্বাচন চাইলে পিআরের পক্ষে আসতে হবে এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে।”
তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার অপরিহার্য। দলীয় সংস্কার কমিশন দীর্ঘ সময় ধরে কাজ করলেও পরে বলা হয়েছে এর কোনো আইনি ভিত্তি নেই। তাহের প্রশ্ন তোলেন, “আইনি ভিত্তি যদি না থাকে, তাহলে সরকারের নিজের ভিত্তি নিয়েও প্রশ্ন উঠতে পারে।”
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “সংস্কার করতে এক সপ্তাহই যথেষ্ট। আমার ওপর দায়িত্ব দিলে আমি প্রমাণ করে দেখাবো। যদি আমরা তা করতে পারি, তাহলে বাধা কোথায়? মানুষকে আর বিভ্রান্ত করবেন না।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, সরকার যে জুলাই সনদ ঘোষণা করেছে, তা অপূর্ণাঙ্গ। এখানে মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসাইন সাঈদী, শাপলা চত্বরের ঘটনা এবং প্রবাসীদের অবদান অন্তর্ভুক্ত করা হয়নি। এসব ছাড়া এই সনদ জনগণ মেনে নেবে না।
সমাবেশ শেষে বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, মার্কাজ মসজিদ হয়ে মৎস্য ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।































