ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 77

ঘূর্ণিঝড়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকার লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে উল্লেখ করা হয়, মালাক্কা প্রণালী ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’–এ রূপ নেয়। সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ওই একই এলাকায় অবস্থান করছিল।

এটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিমমুখে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে।

এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তার বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বজায় রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

সর্বশেষ আপডেট ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকার লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে উল্লেখ করা হয়, মালাক্কা প্রণালী ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’–এ রূপ নেয়। সকাল ৬টার দিকে ঘূর্ণিঝড়টি ওই একই এলাকায় অবস্থান করছিল।

এটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিমমুখে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে রূপ নিতে পারে।

এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তার বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বজায় রয়েছে।