ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরিমের অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। পর্তুগিজ লিগে দারুণ সাফল্যের পর কৌশল ও দল পরিচালনার দক্ষতার কারণে তাঁর ওপর আস্থা রেখেছিল রেড ডেভিলসের বোর্ড। তবে মৌসুমের মাঝপথেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে এই পর্তুগিজ কোচকে।
আরও পড়তে পারেন
আমোরিমের বিদায়ের পর নতুন কোচ খোঁজার কাজে নেমেছে ম্যানইউ কর্তৃপক্ষ। সম্ভাব্য কোচের তালিকায় উঠে এসেছে একাধিক পরিচিত নাম। এর মধ্যে রয়েছেন ক্লাবটির সাবেক খেলোয়াড় ও কোচ ওলে গুনার সোলশায়ার। পাশাপাশি আলোচনায় আছেন জিনেদিন জিদান, মাউরিসিও পচেত্তিনো, এনজো মারেস্কা ও জাভি হার্নান্দেজ।
ইংলিশ সংবাদমাধ্যম দি টেলিগ্রাফ জানিয়েছে, ম্যানইউ বোর্ডের প্রথম পছন্দ ক্রিস্টাল প্যালেসের কোচ অলিভার গ্লাজনার। ৫১ বছর বয়সী এই কোচের প্রিমিয়ার লিগে কাজের ধরনে সন্তুষ্ট ক্লাব কর্তারা। তবে চলতি মৌসুম শেষ হওয়ার আগে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এ ছাড়া আলোচনার শীর্ষে আছেন ইতালিয়ান কোচ রবার্তো ডি জারবি। বর্তমানে তিনি ফরাসি ক্লাব মার্সেইয়ের দায়িত্বে আছেন। এর আগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে তাঁর কাজ ব্যাপক প্রশংসিত হয়েছিল। দি টেলিগ্রাফ জানিয়েছে, এর আগেও ম্যানইউ কোচ হওয়ার বিষয়ে ডি জারবি সাক্ষাৎকার দিয়েছিলেন। গ্লাজনারকে পাওয়া না গেলে ডি জারবির দিকেই ঝুঁকতে পারে ইউনাইটেড।
সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন স্প্যানিশ কোচ উনাই এমেরি। সেভিয়া ও পিএসজিতে সফল সময় কাটানোর পাশাপাশি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন তিনি। বর্তমানে অ্যাস্টন ভিলার সঙ্গে টানা ভালো মৌসুম কাটাচ্ছেন এই কোচ। তাঁর সঙ্গে আলোচনায় আছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ গ্যারেথ সাউথগেটও।
এ ছাড়া নিউক্যাসল ইউনাইটেডের কোচ এডি হাউকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথম সারির প্রার্থীদের কাউকে না পেলে তাঁর কাছেও প্রস্তাব যেতে পারে। বোর্নামাউথের স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলাকেও ম্যানইউ বোর্ডের একটি অংশ পছন্দের তালিকায় রেখেছে।
সবশেষে, উপযুক্ত কাউকে মৌসুমের মাঝপথে না পাওয়া গেলে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে বাকি সময় পার করার চিন্তাও করছে ক্লাবটি। সে ক্ষেত্রে দায়িত্ব পেতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ড্যারেন ফ্লেচার।


































