ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেন সাবিলা নূর ‘লিচু সাইজের নায়িকা’

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 566

কেন সাবিলা নূর ‘লিচু সাইজের নায়িকা’

রায়হান রাফী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর টিজার ও গান ইতিমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান, সাবিলা নূর এবং জয়া আহসান। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান ‘লিচুর বাগান’, যেটি ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক।

৩ মিনিট ২৮ সেকেন্ডের এই আইটেম গানটিতে বোল্ড লুকে হাজির হয়েছেন সাবিলা নূর। গানে শাকিব ও সাবিলার রোমান্স এবং লোকজ ছন্দে দর্শক যেমন মুগ্ধ, তেমনি কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন। প্রীতম হাসান ও জেফার রহমানের কণ্ঠে গাওয়া গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি এসেছে সমালোচনার ঢেউ।

এই বিতর্কে সবচেয়ে আলোচিত মন্তব্য করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। তিনি ফেসবুকে লেখেন,
“লাগে উরাধুরা কম হলেও হাজার বার শুনেছি, চাঁদ মামা শুনেছি তো হাজার হাজার বার। কিন্তু ‘লিচুর বাগান’-এর লিচু সাইজের এক নাটকের নায়িকাকে শাকিব খানের সাথে বড়ই বেমানান লাগলো। গানটা আর দ্বিতীয়বার দেখতে মন চাইল না। শাকিব খানকে এই লেভেলে নামিয়ে ফেললেন!”

নায়লা আরও বলেন, “তমা মির্জা, নুসরাত ফারিয়া—এদের কেউ পর্দায় দেখতে ভালো লাগে। ইধিকা পালকেই নিতেন! শাহরুখ-কাজল যেমন বহু ছবিতে একসঙ্গে ছিলেন, এটাও তেমন হতে পারতো। নতুন নায়িকা দরকার হলে অডিশন নেওয়া যেত।”

তবে অনেক দর্শক ভিন্নমত প্রকাশ করে গানের প্রশংসা করেছেন। এক মন্তব্যে একজন লিখেছেন, “শাকিব খান মানেই সুপারস্টার, তিনি সবসময় নতুন কিছু উপহার দেন।” আরেকজন লিখেছেন, “পুরো গানেই গ্রামবাংলার ঐতিহ্য ফুটে উঠেছে, যা এখনকার গানে দুর্লভ।”

‘তাণ্ডব’ ছবির কাহিনি গড়ে উঠেছে একটি টেলিভিশন চ্যানেলে সংঘটিত হামলার পটভূমিকে কেন্দ্র করে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান।
এই সিনেমা নির্মাণ করেছে আলফা-আই, প্রযোজক শাহরিয়ার শাকিলের নেতৃত্বে। সহ-প্রযোজক হিসেবে রয়েছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কেন সাবিলা নূর ‘লিচু সাইজের নায়িকা’

সর্বশেষ আপডেট ০১:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

রায়হান রাফী পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর টিজার ও গান ইতিমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান, সাবিলা নূর এবং জয়া আহসান। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান ‘লিচুর বাগান’, যেটি ঘিরে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও বিতর্ক।

৩ মিনিট ২৮ সেকেন্ডের এই আইটেম গানটিতে বোল্ড লুকে হাজির হয়েছেন সাবিলা নূর। গানে শাকিব ও সাবিলার রোমান্স এবং লোকজ ছন্দে দর্শক যেমন মুগ্ধ, তেমনি কেউ কেউ হতাশাও প্রকাশ করেছেন। প্রীতম হাসান ও জেফার রহমানের কণ্ঠে গাওয়া গানটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি এসেছে সমালোচনার ঢেউ।

এই বিতর্কে সবচেয়ে আলোচিত মন্তব্য করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। তিনি ফেসবুকে লেখেন,
“লাগে উরাধুরা কম হলেও হাজার বার শুনেছি, চাঁদ মামা শুনেছি তো হাজার হাজার বার। কিন্তু ‘লিচুর বাগান’-এর লিচু সাইজের এক নাটকের নায়িকাকে শাকিব খানের সাথে বড়ই বেমানান লাগলো। গানটা আর দ্বিতীয়বার দেখতে মন চাইল না। শাকিব খানকে এই লেভেলে নামিয়ে ফেললেন!”

নায়লা আরও বলেন, “তমা মির্জা, নুসরাত ফারিয়া—এদের কেউ পর্দায় দেখতে ভালো লাগে। ইধিকা পালকেই নিতেন! শাহরুখ-কাজল যেমন বহু ছবিতে একসঙ্গে ছিলেন, এটাও তেমন হতে পারতো। নতুন নায়িকা দরকার হলে অডিশন নেওয়া যেত।”

তবে অনেক দর্শক ভিন্নমত প্রকাশ করে গানের প্রশংসা করেছেন। এক মন্তব্যে একজন লিখেছেন, “শাকিব খান মানেই সুপারস্টার, তিনি সবসময় নতুন কিছু উপহার দেন।” আরেকজন লিখেছেন, “পুরো গানেই গ্রামবাংলার ঐতিহ্য ফুটে উঠেছে, যা এখনকার গানে দুর্লভ।”

‘তাণ্ডব’ ছবির কাহিনি গড়ে উঠেছে একটি টেলিভিশন চ্যানেলে সংঘটিত হামলার পটভূমিকে কেন্দ্র করে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান।
এই সিনেমা নির্মাণ করেছে আলফা-আই, প্রযোজক শাহরিয়ার শাকিলের নেতৃত্বে। সহ-প্রযোজক হিসেবে রয়েছে ভারতের এসভিএফ ও বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি।