কৃষকদের কল্যাণে দেশ এগোবে: তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৯:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 8
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে কেবল তখনই, যদি কৃষকরা ভালো থাকেন। বৃহস্পতিবার নওগাঁ শহরের এটিএম মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি বলেন, ১৭ বছর দেশে ফিরে দেখছি চারদিকে শুধু সমস্যা আর দাবি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র অঞ্চলে তিন ফসলের উৎপাদন নিশ্চিত করেছিলেন। কৃষকদের ভাগ্য উন্নয়নে খাল খনন ও বৃক্ষরোপণ করে তিনি সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন।
তারেক রহমান জানান, নওগাঁয় ধানের পাশাপাশি শাক-সবজি ও আম উৎপাদন হয়। কৃষকদের খরচ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যেক পরিবারের মায়ের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করা হবে। এ কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এবং কৃষি ঋণ দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে নওগাঁয় রেললাইন নির্মাণ করা হবে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে।
তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি করা হবে। মুসলিম ধর্মের ইমাম-মোয়াজ্জিন ও অন্যান্য ধর্মের নেতাদের মাসিক সম্মানি দেওয়া হবে। তাহাজ্জুদ নামাজ পড়া ও পরিবারের সঙ্গে কেন্দ্রে অবস্থান করা ভোটে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে জরুরি। ফ্লাইওভার বা কিছু দালান-কোটা নির্মাণ প্রকৃত উন্নয়ন নয়, বরং গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করাই প্রকৃত উন্নয়ন।
জনসভায় নওগাঁ জেলা বিএনপি ও জয়পুরহাট জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান নওগাঁ জেলা ও জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাদের জয় নিশ্চিত করার আহ্বান জানান। সকাল থেকেই জেলার ১১টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক ও হেঁটে জনসভাস্থলে পৌঁছান। নওগাঁ ছাড়াও পার্শ্ববর্তী জয়পুরহাট, নাটোর ও বগুড়ার নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন।


































