কুস্তির কন্যা শিরিন, এবার শিষ্য গড়ার মঞ্চে
- সর্বশেষ আপডেট ০২:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 363
বাংলাদেশের কুস্তির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন শিরিন সুলতানা। দীর্ঘ প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষে এই প্রথমবারের মতো নারী কোচ হিসেবে জাতীয় দায়িত্ব পেলেন একসময়ের পদকজয়ী এই কুস্তিগীর। এখন আর রিংয়ের লড়াইয়ে নাম নয়, বরং রিংয়ের বাইরে থেকে নতুন শিষ্য গড়াই তার ব্রত।
ঢাকার মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৭ জুলাই শুরু হয়েছে জাতীয় কুস্তি ক্যাম্প। এই ক্যাম্পে ৫২ জন কুস্তিগীরকে প্রশিক্ষণ দিচ্ছেন শিরিন। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলে কঠোর অনুশীলন। উদ্দেশ্য, তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি।
আগামী অক্টোবরেই বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব গেমস। তারপর নভেম্বরের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস, আর জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস। তিন মঞ্চেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখছেন শিরিনের প্রশিক্ষণে বেড়ে ওঠা কুস্তিগীরা।
শিরিন সুলতানা বলেন, “ইতিহাসের অংশ হতে কার না ইচ্ছে করে! আজ আমি সেই ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত।”
শিরিন সলিডারিটি কোচেস কোর্স লেভেল–২ প্রশিক্ষণপ্রাপ্ত। আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণই তাকে প্রস্তুত করেছে নতুন ভূমিকায়। কিন্তু এই পথচলা হঠাৎ শুরু হয়নি।
২০০৯ সালে কুস্তিতে যাত্রা শুরু। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে নজরকাড়া পারফরম্যান্স। ২০১২ সালের ইন্দো-বাংলা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, ২০১৬ সালের এসএ গেমসে রৌপ্যপদক, ২০১৭ সালে ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ। এমনকি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে হয়েছেন চতুর্থ। অংশ নিয়েছেন এশিয়ান ইনডোর গেমসেও।
২০১৯ সালে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেও খেলাকে ভোলেননি। এখন তিনি সেই সব তরুণদের গড়ছেন, যারা একদিন দেশের পতাকা হাতে জয়ের উৎসবে মাতবে।
কুস্তির রিংয়ের নারী পথিকৃত শিরিন সুলতানা আজ আর একা নন; তিনি পথপ্রদর্শক এক নতুন প্রজন্মের।































