ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি বাবু, সাধারণ সম্পাদক কামাল

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 211

কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি বাবু, সাধারণ সম্পাদক কামাল

প্রায় ১৬ বছর পর কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার।

ডেলিগেট ভোটারদের মাধ্যমে ৬১১ ভোট পেয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল মাজমাদার পেয়েছেন ৫৯৫ ভোট। ৭৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম মাসুদ পেয়েছেন ৬১১ ভোট।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন একে বিশ্বাস বাবু, কাজল মাজমাদার, আল আমিন রানা কানাই, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী মিলন এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন ও আব্দুল হাকিম মাসুদ।

পৌরসভার ২১টি ওয়ার্ডের ডেলিগেট ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১,৪৯৬ জন।

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন সফল করতে শহরজুড়ে সড়কে সড়কে তোরণ নির্মাণ করা হয় এবং টাঙানো হয় বিভিন্ন ব্যানার-ফেস্টুন। সম্মেলন সফল করতে পৌরসভার ২১টি ওয়ার্ডে সভা-সমাবেশের মাধ্যমে ভোটের প্রস্তুতি নেয়া হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির নেতা নির্বাচন করা হচ্ছে। তৃণমূলকে আরও পুনরুজ্জীবিত করতে বিজয়ীরা কাজ করবেন। আমরা সবাই একই দলের নেতাকর্মী।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি বাবু, সাধারণ সম্পাদক কামাল

সর্বশেষ আপডেট ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

প্রায় ১৬ বছর পর কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার।

ডেলিগেট ভোটারদের মাধ্যমে ৬১১ ভোট পেয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল মাজমাদার পেয়েছেন ৫৯৫ ভোট। ৭৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম মাসুদ পেয়েছেন ৬১১ ভোট।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন একে বিশ্বাস বাবু, কাজল মাজমাদার, আল আমিন রানা কানাই, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী মিলন এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন ও আব্দুল হাকিম মাসুদ।

পৌরসভার ২১টি ওয়ার্ডের ডেলিগেট ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১,৪৯৬ জন।

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন সফল করতে শহরজুড়ে সড়কে সড়কে তোরণ নির্মাণ করা হয় এবং টাঙানো হয় বিভিন্ন ব্যানার-ফেস্টুন। সম্মেলন সফল করতে পৌরসভার ২১টি ওয়ার্ডে সভা-সমাবেশের মাধ্যমে ভোটের প্রস্তুতি নেয়া হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির নেতা নির্বাচন করা হচ্ছে। তৃণমূলকে আরও পুনরুজ্জীবিত করতে বিজয়ীরা কাজ করবেন। আমরা সবাই একই দলের নেতাকর্মী।”