কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান
- সর্বশেষ আপডেট ০৪:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 160
দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৬ আগস্ট) বেলা ১২টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করে দুদক।
আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের ২৫২টি দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা।
দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার বলেন, “জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট সব কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।” তিনি আরও জানান, মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
































