কুষ্টিয়া জেলা নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তদের আগুণ
- সর্বশেষ আপডেট ০২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 84
কুষ্টিয়ার জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিরাপত্তারক্ষীরা জানান, তারা তখন অফিসের দোতলায় ছিলেন। ধোঁয়া এবং আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে তারা স্টোর রুমে আগুন দেখতে পান।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, আগুন দেওয়া হয়েছে সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে, যেখানে ভোটারদের তথ্য সংরক্ষিত থাকে। তিনি বলেন, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও বিষয়টি দেখেছেন। স্টোর রুমে আগুন লাগার বিষয়টি ঘটেছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগুন কীভাবে লেগেছে বা কে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলছে।”



































