ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 77

কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান

কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পু আদালতে তোলার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন। এসময় আদালত চত্বরে অবস্থান করা ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মীও স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যান।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় ডিবি পুলিশ পাপ্পুকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের ১৫ অক্টোবর জিহাদ শাহরিয়ার সুমন নামে এক ব্যক্তি কুমারখালী থানায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। এই মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন পাপ্পু। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পুলিশ ভ্যান থেকে নামার সময় পাপ্পু ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় আদালত চত্বরে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরাও স্লোগানে অংশ নিয়ে দ্রুত পালিয়ে যান। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে আদালত পাপ্পুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, পাপ্পুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। হামলা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

সর্বশেষ আপডেট ০১:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পু আদালতে তোলার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন। এসময় আদালত চত্বরে অবস্থান করা ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মীও স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যান।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহায়তায় ডিবি পুলিশ পাপ্পুকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের ১৫ অক্টোবর জিহাদ শাহরিয়ার সুমন নামে এক ব্যক্তি কুমারখালী থানায় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। এই মামলার তিন নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন পাপ্পু। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পুলিশ ভ্যান থেকে নামার সময় পাপ্পু ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় আদালত চত্বরে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরাও স্লোগানে অংশ নিয়ে দ্রুত পালিয়ে যান। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে আদালত পাপ্পুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলামকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, পাপ্পুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। হামলা ও হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।