ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ১২ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 435

কুষ্টিয়ায় ১২ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

কুষ্টিয়ায় ১২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস। গত (২৯ মে) কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (০১ জুন) রাতে সিভিল সার্জনের স্বাক্ষরিত ওই চিঠিটি সাংবাদিকদের হাতে এসেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, যেসব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো—দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, লালন শাহ ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দার-উস শেফা, দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, বৈশাখী ক্লিনিক, কুষ্টিয়া ইসলামীয়া চক্ষু হাসপাতাল, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও রোজ ডায়াগনস্টিক সেন্টার।

এ বিষয়ে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে কথা হলে তারা জানান, আগামী ৩ জুন জেলা সিভিল সার্জনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকেই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিঠিটি এখনও কার্যকর হয়নি বলে দাবি করেন তারা।

লালন শাহ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হারুনুর রশিদ হিরু বলেন, ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে নতুন যে শর্ত দিয়েছে, সেগুলো আমরা পূরণের চেষ্টা করছি। আশা করি বিষয়টি দ্রুতই সমাধান হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, দুদকের গণশুনানিতে বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চালাতে শর্ত পূরণে যারা ব্যর্থ হয়েছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় ১২ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

সর্বশেষ আপডেট ০১:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

কুষ্টিয়ায় ১২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস। গত (২৯ মে) কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (০১ জুন) রাতে সিভিল সার্জনের স্বাক্ষরিত ওই চিঠিটি সাংবাদিকদের হাতে এসেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, যেসব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হলো—দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, লালন শাহ ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দার-উস শেফা, দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, বৈশাখী ক্লিনিক, কুষ্টিয়া ইসলামীয়া চক্ষু হাসপাতাল, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, নিউ মডান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও রোজ ডায়াগনস্টিক সেন্টার।

এ বিষয়ে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে কথা হলে তারা জানান, আগামী ৩ জুন জেলা সিভিল সার্জনের সঙ্গে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকেই ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। ওই চিঠিটি এখনও কার্যকর হয়নি বলে দাবি করেন তারা।

লালন শাহ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হারুনুর রশিদ হিরু বলেন, ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে নতুন যে শর্ত দিয়েছে, সেগুলো আমরা পূরণের চেষ্টা করছি। আশা করি বিষয়টি দ্রুতই সমাধান হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, দুদকের গণশুনানিতে বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার চালাতে শর্ত পূরণে যারা ব্যর্থ হয়েছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।