ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাড়ে ৮৮ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 210

কুষ্টিয়ায় সাড়ে ৮৮ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শাহারিয়ার জীবন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৮৮ লাখ ৪২ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহারিয়ার কুষ্টিয়া সদর উপজেলার সোনাইডাঙ্গা এলাকার নূর আলী মণ্ডলের ছেলে।

রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহারিয়ার জীবনের কাছ থেকে গুড়াদুধের কৌটা এবং পাঁচটি আচারের প্যাকেট উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে এসব প্যাকেট থেকে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারের পর শাহারিয়ার জীবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় সাড়ে ৮৮ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ শাহারিয়ার জীবন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৮৮ লাখ ৪২ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহারিয়ার কুষ্টিয়া সদর উপজেলার সোনাইডাঙ্গা এলাকার নূর আলী মণ্ডলের ছেলে।

রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহারিয়ার জীবনের কাছ থেকে গুড়াদুধের কৌটা এবং পাঁচটি আচারের প্যাকেট উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে এসব প্যাকেট থেকে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারের পর শাহারিয়ার জীবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।