ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০১:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 103

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় পথ অবরোধ করে পাঁচ-ছয়জনের ডাকাত দল অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রীদের জিম্মি করে অর্থ ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসুস্থ লিটনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পিপুলবাড়িয়া মাঠের যাত্রীছাউনির কাছে ডাকাতরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে অ্যাম্বুলেন্স থামিয়ে দেন। চালক রতন আহমেদ জানান, ডাকাতরা ছুরি দেখিয়ে নগদ টাকা নিয়ে যায় এবং হুমকি দিয়ে দ্রুত চলে যায়।

রোগীর স্বজন জালাল বলেন, “চালককে নিরাপদ পথ বেছে নিতে বলেছিলাম, কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতেই ডাকাতি ঘটে এবং আমাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।”

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রোগী লিটন হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ঘটে যাওয়া ডাকাতি অত্যন্ত উদ্বেগজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

সর্বশেষ আপডেট ০১:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় পথ অবরোধ করে পাঁচ-ছয়জনের ডাকাত দল অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রীদের জিম্মি করে অর্থ ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসুস্থ লিটনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পিপুলবাড়িয়া মাঠের যাত্রীছাউনির কাছে ডাকাতরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে অ্যাম্বুলেন্স থামিয়ে দেন। চালক রতন আহমেদ জানান, ডাকাতরা ছুরি দেখিয়ে নগদ টাকা নিয়ে যায় এবং হুমকি দিয়ে দ্রুত চলে যায়।

রোগীর স্বজন জালাল বলেন, “চালককে নিরাপদ পথ বেছে নিতে বলেছিলাম, কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতেই ডাকাতি ঘটে এবং আমাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।”

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রোগী লিটন হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে ঘটে যাওয়া ডাকাতি অত্যন্ত উদ্বেগজনক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।