ট্রাকের সঙ্গে সংঘর্ষে
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে জলাশয়ে, আহত ৩০
- সর্বশেষ আপডেট ০২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 182
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি উল্টে পাশের একটি জলাশয়ে পড়ে যায়।
শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি জলাশয়ে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে বাসটি উল্টে পড়ে এবং এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৬ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে একজনের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে এবং অপরজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তবে দুজনই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।
































