অভিযানে মিললো ৯ কোটি টাকার মাদক
কুষ্টিয়ায় মাদক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
- সর্বশেষ আপডেট ০৩:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 243
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক বিরোধকে কেন্দ্র করে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনার পর অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি ৮৪ লাখ টাকার মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ জুন) দিবাগত রাতে দৌলতপুরের মহিষকুন্ডি পুরাতন ঠোঁটারপাড়া এলাকা থেকে সোহেল (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ১৭ বোতল ভারতীয় এলএসডি ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সোহেল একই এলাকার মিল্টন হোসেনের ছেলে।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর আগের দিন রামকৃষ্ণপুর থেকে জামালপুর যাওয়ার পথে ঠোঁটারপাড়া মাঠে মোটরসাইকেল আরোহী মোহন (২১) ও হৃদয় (২০)-কে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা।
এই হামলার পর বিজিবি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঠোঁটারপাড়া থেকে সোহেলকে আটক করে। আহত হৃদয় তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেন।
আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় মোহনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদয়ের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
নিহত মোহন জামালপুর গ্রামের মৃত মদন মোহনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মহসিন আলীর ছেলে। আটক সোহেলের বিরুদ্ধে মাদক ও হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
এই ঘটনার ফলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


































