ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খোকসায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 173

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী খোকসা উপজেলার সাতপাকিয়া গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খোকসায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৩:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কুষ্টিয়ার খোকসায় জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী খোকসা উপজেলার সাতপাকিয়া গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনাই শেখের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।