ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ১১:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 184

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামে এক জাসদ কর্মী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জমির উদ্দিন ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং পাশাপাশি জাসদের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

হামলাকারী ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

জমির উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে অনিক ছাত্রদলের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ভাইয়ের চিকিৎসার খরচ জোগাতে জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন জমির। পথে অনিক ও তার লোকজন তাকে আটকিয়ে বেধড়ক মারধর করেন। দুই বছর আগে স্থানীয় এক চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন আমার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, নিহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত

সর্বশেষ আপডেট ১১:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামে এক জাসদ কর্মী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জমির উদ্দিন ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং পাশাপাশি জাসদের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

হামলাকারী ছাত্রদল নেতার নাম অনিক। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

জমির উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে অনিক ছাত্রদলের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ভাইয়ের চিকিৎসার খরচ জোগাতে জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন জমির। পথে অনিক ও তার লোকজন তাকে আটকিয়ে বেধড়ক মারধর করেন। দুই বছর আগে স্থানীয় এক চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন আমার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, নিহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।