ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৫:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 225

কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক হওয়া তিন নারীকে ছাড়াতে আজ বুধবার বেলা ১১টায় থানা ঘেরাও করেন তাদের স্বজনরা।

স্বজনদের দাবি, পুলিশ মীমাংসার আশ্বাস দিয়ে থানায় ডেকে এনে তাদের আটক করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রতিবেশী রিপন আলীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ তুলে রিনা খাতুনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এরপর রিনার স্বামী জাহাঙ্গীর এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু রাতেই স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ শতাধিক নারী-পুরুষ রিনার বাড়ি ভাঙচুর করে তাকে তুলে নিয়ে যায়। তাকে ফের রিপনের বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়।

কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও
কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও

পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহ আলমের উপস্থিতিতে সালিশ বসিয়ে রিনার দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রিনা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ঘটনার পর মঙ্গলবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী রিনা খাতুন। এরপর সকালে পুলিশ তিনজন নারীকে আটক করলে, তাদের স্বজনরা ছাড়িয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজন নারীকে আটক করা হয়েছে। তাদের পরিবারের লোকজন মীমাংসার দাবিতে থানায় কিছুটা হট্টগোল করেছিল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও

সর্বশেষ আপডেট ০৫:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গাছে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক হওয়া তিন নারীকে ছাড়াতে আজ বুধবার বেলা ১১টায় থানা ঘেরাও করেন তাদের স্বজনরা।

স্বজনদের দাবি, পুলিশ মীমাংসার আশ্বাস দিয়ে থানায় ডেকে এনে তাদের আটক করেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে প্রতিবেশী রিপন আলীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ তুলে রিনা খাতুনকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এরপর রিনার স্বামী জাহাঙ্গীর এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু রাতেই স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ শতাধিক নারী-পুরুষ রিনার বাড়ি ভাঙচুর করে তাকে তুলে নিয়ে যায়। তাকে ফের রিপনের বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয়।

কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও
কুষ্টিয়ায় আসামি ছিনিয়ে নিতে স্বজনদের থানা ঘেরাও

পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহ আলমের উপস্থিতিতে সালিশ বসিয়ে রিনার দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রিনা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

ঘটনার পর মঙ্গলবার রাতে থানায় মামলা করেন ভুক্তভোগী রিনা খাতুন। এরপর সকালে পুলিশ তিনজন নারীকে আটক করলে, তাদের স্বজনরা ছাড়িয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজন নারীকে আটক করা হয়েছে। তাদের পরিবারের লোকজন মীমাংসার দাবিতে থানায় কিছুটা হট্টগোল করেছিল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।