৩২ জনকে সতর্ক
কুয়েটে সংঘর্ষের ৭ মাস পর ৫ শিক্ষার্থী বহিষ্কার
- সর্বশেষ আপডেট ০৭:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 140
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ৩২ জনকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির রোববার (২১ সেপ্টেম্বর) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে চিঠি দেয়া হয়েছে।
কুয়েট ছাত্রশৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক বি এম ইকরামুল হক জানিয়েছেন, একজন শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং চারজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ৩২ জনকে সতর্ক করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে এমএসসির সালিম সাদমানকে এক বছরের জন্য, লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ২১ ব্যাচের শান্ত ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মো. হৃদয় ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দ্বন্দ্বের ফলে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতে শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন।
ঘটনার পর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম এ হাশেমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়, যা ১৪ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। বিভিন্ন ঘটনায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর নতুন উপাচার্য নিয়োগের পর ২৯ জুলাই থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়।


































