ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৯:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 245

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চর-গঙ্গামতি এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন মৃত অবস্থায় ভেসে এসেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) এর সদস্যরা ডলফিনটিকে দেখতে পান।

ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও চামড়া উঠে গেছে বলে জানা গেছে। পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা সমন্বয়ে এটিকে মাটি চাপা দেওয়া হয়।

উপরা’র আহ্বায়ক কে. এম. জানান, বন পরিদর্শন শেষে ফেরার পথে ডলফিনটি দেখতে পান তাঁরা। ধারণা করা হচ্ছে, সকালে জোয়ারের স্রোতে এটি ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন সাধারণত বঙ্গোপসাগর উপকূল এবং নদীর মোহনাতেই দেখা যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর সহায়তায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৯টি ডলফিন মৃত অবস্থায় ভেসে এসেছে বলে জানান তিনি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে. এম. মনিরুজ্জামান বলেন, ডলফিনটির খবর পাওয়ার পর দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

সর্বশেষ আপডেট ০৯:১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চর-গঙ্গামতি এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন মৃত অবস্থায় ভেসে এসেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) এর সদস্যরা ডলফিনটিকে দেখতে পান।

ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও চামড়া উঠে গেছে বলে জানা গেছে। পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা সমন্বয়ে এটিকে মাটি চাপা দেওয়া হয়।

উপরা’র আহ্বায়ক কে. এম. জানান, বন পরিদর্শন শেষে ফেরার পথে ডলফিনটি দেখতে পান তাঁরা। ধারণা করা হচ্ছে, সকালে জোয়ারের স্রোতে এটি ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন সাধারণত বঙ্গোপসাগর উপকূল এবং নদীর মোহনাতেই দেখা যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর সহায়তায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত অন্তত ৯টি ডলফিন মৃত অবস্থায় ভেসে এসেছে বলে জানান তিনি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে. এম. মনিরুজ্জামান বলেন, ডলফিনটির খবর পাওয়ার পর দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।