কুয়াকাটা পৌর ওলামা দলের কমিটি গঠন
- সর্বশেষ আপডেট ০২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 255
জাতীয়তাবাদী ওলামা দল কুয়াকাটা পৌর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা ইসমাইল হোসেনকে সভাপতি ও আবু হানিফ খন্দকারকে সাধারন সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি হোটেলে ওলামা দল কুয়াকাটা পৌর শাখা আয়োজিত কর্মীসভায় আংশিক এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ সময় মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং মৌলভী মো. আবু হানিফ খন্দকারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওঃ এ কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো জিহাদুল ইসলাম, আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লি, সভাপতি, কুয়াকাটা পৌর বিএনপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার সদস্য সচিব মাওলানা জিহাদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মুসুল্লি, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসীমউদ্দীন বাবুল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা পৌর যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহুিরুল ইসলাম মিরন সহ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় ওলামা দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওপেন ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি হিসেবে মাওলানা ইসমাইল হোসেন এবং প্রতিদ্বন্দী প্রার্থী মো. মশিউর রহমানকে ৯০ ভোটে হারিয়ে সাধারন সম্পাদক হিসেবে আবু হানিফ খন্দকার নির্বাচিত হয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে জেলায় পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে গত ১২ জুলাই ওলামা দল কুয়াকাটা পৌর শাখার ৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।






































