কুয়াকাটায় সমুদ্রে নিখোঁজ ৫ জেলে, ৭ দিনেও মিলেনি খোঁজ
- সর্বশেষ আপডেট ০৯:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 80
পটুয়াখালীর কলাপাড়ায় ৭ দিন ধরে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। উপজেলার ধুলাস্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের এই পাঁচ জেলে গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ জেলেরা হলেন—রায়হান হাওলাদার, মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, ইউনুস ও কাইয়ুম। তারা একটি লাল রঙের ফাইবার নৌকা নিয়ে সমুদ্রে গিয়েছিলেন। এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, সাধারণত তার ভাই দুই দিন পরপর বাড়ি ফিরে আসে। কিন্তু এবার ৭ দিন পার হলেও কোনো খোঁজ মেলেনি। তিনি ধারণা করছেন, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।
স্থানীয় জেলে নেতা রাসেল বলেন, “এই ঘটনার পর নতুনপাড়া ও আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা দিনরাত কাঁদছেন।”
স্থানীয় জেলেরা জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে আশপাশের নৌকাগুলো সমুদ্রে তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
কুয়াকাটা নৌ পুলিশের এক কর্মকর্তা জানান, নিখোঁজ জেলেদের খোঁজে কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে ঘটনাটি উপকূলজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। নিখোঁজ জেলেদের পরিবারগুলো প্রতিদিন তটরেখার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের ফেরার আশায়।


































