ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় মদ্যপানে এক পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 387

কুয়াকাটায় মদ্যপানে এক পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে এসে অতিরিক্ত মদ্যপানে পর্যটক শাজিদুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা এবং ঢাকার একটি রেস্টুরেন্টে বয়ের কাজ করতেন।

রবিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাজিদুল তার বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন এবং স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলের ৪০৮ নম্বর কক্ষে উঠেন। সারাদিন ঘোরাঘুরির পর রাতে হোটেলে ফিরে শাজিদুল একাই মদ্যপান করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে হাবিবের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়, কিন্তু তারা সেখানে না গিয়ে আবার হোটেলেই ফিরে যান।

পরে সকাল ১১টার দিকে শাজিদুলের অবস্থার আরও অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধু হাবিব জানান, শনিবার সারা দিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। সকালে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যান।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জানান, শাজিদুলকে ইসিজির মাধ্যমে পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়াকাটায় মদ্যপানে এক পর্যটকের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে এসে অতিরিক্ত মদ্যপানে পর্যটক শাজিদুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার বাসিন্দা এবং ঢাকার একটি রেস্টুরেন্টে বয়ের কাজ করতেন।

রবিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাজিদুল তার বন্ধু হাবিবের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন এবং স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলের ৪০৮ নম্বর কক্ষে উঠেন। সারাদিন ঘোরাঘুরির পর রাতে হোটেলে ফিরে শাজিদুল একাই মদ্যপান করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে হাবিবের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়, কিন্তু তারা সেখানে না গিয়ে আবার হোটেলেই ফিরে যান।

পরে সকাল ১১টার দিকে শাজিদুলের অবস্থার আরও অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধু হাবিব জানান, শনিবার সারা দিন ঘোরাঘুরির পর হোটেলে ফিরে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। সকালে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যান।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জানান, শাজিদুলকে ইসিজির মাধ্যমে পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।