ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক আইসসসহ আটক ৪ জন

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 138

কুয়াকাটায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক আইসসসহ আটক ৪ জন

পটুয়াখালীতে প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ (আইস) উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮ গ্রাম ‘আইস’ এবং ৭৩ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. রাসেল মল্লিক (৩২), গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে; একই এলাকার আব্দুর রহমান (৩২), নুরুল হকের ছেলে; মো. রাকির (২৯), ধুলাস্বার ইউনিয়নের বাসিন্দা; এবং মেহেদী হাসান (২৫), কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তারা পেশায় মোটরসাইকেল চালক ও হোটেল বয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক হামিমুর রশিদ। তিনি কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, উপকূলীয় নৌপথে মাদকের আগমন নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের কাছ থেকে ভয়ঙ্কর এই আইস এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, কেউ বাড়ি থেকে, কেউ গোপন আস্তানা থেকে মাদক সরবরাহ করছিলেন।

তিনি আরও জানান, ‘ক্রিস্টাল মেথ’ ইয়াবার তুলনায় বহু গুণ ক্ষতিকর এবং এটি অত্যন্ত নেশাসক্তকারী পদার্থ। এই প্রথম পটুয়াখালীতে এ ধরনের মাদক পাওয়া যাওয়ায় এলাকাটিকে এখন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপ-পরিচালক আরও বলেন, আটক চারজন মূলত বড় মাদকচক্রের সহযোগী, তবে মূল হোতাদের শনাক্ত করে ধরার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মহিপুর থানায় হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়াকাটায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক আইসসসহ আটক ৪ জন

সর্বশেষ আপডেট ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

পটুয়াখালীতে প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ (আইস) উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮ গ্রাম ‘আইস’ এবং ৭৩ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো. রাসেল মল্লিক (৩২), গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে; একই এলাকার আব্দুর রহমান (৩২), নুরুল হকের ছেলে; মো. রাকির (২৯), ধুলাস্বার ইউনিয়নের বাসিন্দা; এবং মেহেদী হাসান (২৫), কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তারা পেশায় মোটরসাইকেল চালক ও হোটেল বয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক হামিমুর রশিদ। তিনি কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, উপকূলীয় নৌপথে মাদকের আগমন নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের কাছ থেকে ভয়ঙ্কর এই আইস এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, কেউ বাড়ি থেকে, কেউ গোপন আস্তানা থেকে মাদক সরবরাহ করছিলেন।

তিনি আরও জানান, ‘ক্রিস্টাল মেথ’ ইয়াবার তুলনায় বহু গুণ ক্ষতিকর এবং এটি অত্যন্ত নেশাসক্তকারী পদার্থ। এই প্রথম পটুয়াখালীতে এ ধরনের মাদক পাওয়া যাওয়ায় এলাকাটিকে এখন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপ-পরিচালক আরও বলেন, আটক চারজন মূলত বড় মাদকচক্রের সহযোগী, তবে মূল হোতাদের শনাক্ত করে ধরার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মহিপুর থানায় হস্তান্তর করা হবে।