কুয়াকাটায় পর্যটকের ওপর হামলা; মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন
- সর্বশেষ আপডেট ০১:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 1306
পটুয়াখালীর কুয়াকাটায় হোটেলে পর্যটককে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মৎস্যজীবী দল, শ্রমিকদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। সাংবাদিকদের ভুল তথ্য দেয়াসহ নিজেদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে বিএনপির এই তিন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লিখিত বক্তব্য তুলে ধরেন কুয়াকাটা পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জসিম মূর্ধা।
তাঁদের দাবি, গত ২৮ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সংগঠনের সদস্যদেরকে জড়িয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই সংবাদে সাংবাদিকদের যে তথ্য দেওয়া হয়েছে তা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত। কুয়াকাটা পৌর শ্রমিক দল, মৎস্যজীবী দল ও যুবদলকে প্রশ্নবৃদ্ধ ও মানহানী করার লক্ষ্যে এহেন মিথ্যা ও বানোয়াট।
তারা জানায়, এ বিষয়টির সাথে আমাদের উদ্দেশ্য প্রনোদিত কোন সম্পর্ক নেই। আমরা মূলত বিষয়টি মিমাংসা করতে গিয়ে জড়িয়ে পড়েছি। ভবিষ্যতে আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবো।
উল্লেখ্য, রোববার (২৭ এপ্রিল) দিনগত রাতে ‘আপন ভূবন’ নামে আবাসিক হোটেলে এক পর্যটককে মারধর করে ২২ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত মৎসজীবী দল নেতা আবু সালেহ কুয়াকাটা পৌরসভার সাধারণ সম্পাদক। অন্যরা হলেন, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি জসিম মৃধা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বকর। তাদের নেতৃত্বে আলামিন ও বেলালসহ কয়েকজন মারধরে অংশ নেন। হোটেলের সিসিটিভি ফুটেজ মারধরের ফুটেজ পাওয়া গেছে।































