ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 143

কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। ঘটনাটি ঘটে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূলে।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলে মাসুম বিল্লাহ মাছটি আলীপুর মৎস্য আড়ৎ মনি ফিসে নিয়ে আসেন। সেখানে ডাকের মাধ্যমে নিলাম হয়। প্রতি মণ ১ লাখ ৪২ হাজার টাকা দরে, অর্থাৎ কেজিপ্রতি ৩ হাজার ৫৫০ টাকা মূল্যে মাছটি মোট ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

 

নিলামে অংশ নিয়ে মাছটি ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা। তিনি জানিয়েছেন, এত বড় ইলিশ এখন বাজারে খুব কম পাওয়া যায়। তাই তিনি মাছটি কিনে গাজীপুরে এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

জেলে মাসুম বিল্লাহ বলেন, “বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। পরে বাজারে নিয়ে এসে নিলামে বিক্রি করি।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন শুধু গভীর সমুদ্র নয়, উপকূলের জেলেরাও বড় আকারের ইলিশ ধরতে পারছেন।”

মৎস্য আড়তের ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক সময়ে বড় ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এর দামও বেশি। তাই এতবড় একটি মাছ নিলামে ওঠায় বাজারে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি

সর্বশেষ আপডেট ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। ঘটনাটি ঘটে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূলে।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলে মাসুম বিল্লাহ মাছটি আলীপুর মৎস্য আড়ৎ মনি ফিসে নিয়ে আসেন। সেখানে ডাকের মাধ্যমে নিলাম হয়। প্রতি মণ ১ লাখ ৪২ হাজার টাকা দরে, অর্থাৎ কেজিপ্রতি ৩ হাজার ৫৫০ টাকা মূল্যে মাছটি মোট ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

 

নিলামে অংশ নিয়ে মাছটি ক্রয় করেন কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা। তিনি জানিয়েছেন, এত বড় ইলিশ এখন বাজারে খুব কম পাওয়া যায়। তাই তিনি মাছটি কিনে গাজীপুরে এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

জেলে মাসুম বিল্লাহ বলেন, “বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। পরে বাজারে নিয়ে এসে নিলামে বিক্রি করি।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন শুধু গভীর সমুদ্র নয়, উপকূলের জেলেরাও বড় আকারের ইলিশ ধরতে পারছেন।”

মৎস্য আড়তের ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক সময়ে বড় ইলিশের সরবরাহ কমে যাওয়ায় এর দামও বেশি। তাই এতবড় একটি মাছ নিলামে ওঠায় বাজারে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।