ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঋণ খেলাপির জেরে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 53

ছবি সংগৃহীত

ঋণ খেলাপির জেরে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালত বাতিল করায় তাঁকে ঋণ খেলাপি হিসেবেই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে হাইকোর্ট কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

চেম্বার আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঋণ খেলাপির জেরে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন অনিশ্চিত

সর্বশেষ আপডেট ০৮:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

ঋণ খেলাপির জেরে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চেম্বার আদালত বাতিল করায় তাঁকে ঋণ খেলাপি হিসেবেই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

এর আগে হাইকোর্ট কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

চেম্বার আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।