শিরোনাম
কুমিল্লার ১৩১ মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
- সর্বশেষ আপডেট ০৭:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 200
কুমিল্লায় ১৩১টি পূজামণ্ডপে পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন ব্যক্তিগতভাবে এসব উপহার পূজামণ্ডপগুলিতে পৌঁছে দেন।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, “কুমিল্লা-৬ সংসদীয় এলাকায় ১৩১টি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার পৌঁছে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, “এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে আমরা দলীয়ভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি ও পাশে থাকবে।”



































