ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার লালপুর বাজারে অগ্নিকাণ্ড, ১০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১১:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 129

কুমিল্লার লালপুর বাজারে অগ্নিকাণ্ড, ১০ দোকান পুড়ে ছাই

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

ঘটনাটি শুক্রবার (১৭ অক্টোবর ) রাত সাড়ে ১০টার দিকে ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক সূত্রপাত কোথা থেকে, তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো— নয়ন ইলেকট্রনিক, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এছাড়াও আশপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, কোনো দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

দোকানদার মজিবুর রহমান বলেন, “দৈনন্দিন রুটিনে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আসে না। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।”

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফ জানান, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লার লালপুর বাজারে অগ্নিকাণ্ড, ১০ দোকান পুড়ে ছাই

সর্বশেষ আপডেট ১১:১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

ঘটনাটি শুক্রবার (১৭ অক্টোবর ) রাত সাড়ে ১০টার দিকে ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক সূত্রপাত কোথা থেকে, তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো— নয়ন ইলেকট্রনিক, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এছাড়াও আশপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, কোনো দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

দোকানদার মজিবুর রহমান বলেন, “দৈনন্দিন রুটিনে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আসে না। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।”

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফ জানান, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।