ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 133

কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার

কুমিল্লার মেঘনায় যুব অধিকার পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় মেঘনার চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে মইষ্যার চর এলাকা থেকে চারজন জেলে রবিউল্লাহ, জাকির হোসেনসহ দুটি নৌকা এবং নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এই সময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের সাঈদ খোকন ও সগীর হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “জেলেদের জোরপূর্বক ছিনিয়ে নিতে স্থানীয় চাঁদাবাজ আলামিনের নেতৃত্বে খোকন ও সগীরসহ ৮-১০ জন সন্ত্রাসী দুটি ট্রলার নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলমের ওপর দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় মেঘনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। গণধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান বলেন, “আমাদের কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়িত নয়। চারজন সাধারণ জেলেকে গ্রেপ্তার করার খবর শুনে আমাদের দুই নেতা মানবিক কারণে সেখানে গিয়েছিলেন। কিন্তু তাদের কথা না শুনেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। খোকন ও সগীর অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আর এজন্যই নৌ পুলিশ ইনচার্জ আজমগীর এ সুযোগ কাজে লাগিয়েছেন।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

কুমিল্লার মেঘনায় যুব অধিকার পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় মেঘনার চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে মইষ্যার চর এলাকা থেকে চারজন জেলে রবিউল্লাহ, জাকির হোসেনসহ দুটি নৌকা এবং নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এই সময় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় যুব অধিকার পরিষদের সাঈদ খোকন ও সগীর হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “জেলেদের জোরপূর্বক ছিনিয়ে নিতে স্থানীয় চাঁদাবাজ আলামিনের নেতৃত্বে খোকন ও সগীরসহ ৮-১০ জন সন্ত্রাসী দুটি ট্রলার নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এএসআই মইন উদ্দিন ও কনস্টেবল আলমের ওপর দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় মেঘনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। গণধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান বলেন, “আমাদের কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়িত নয়। চারজন সাধারণ জেলেকে গ্রেপ্তার করার খবর শুনে আমাদের দুই নেতা মানবিক কারণে সেখানে গিয়েছিলেন। কিন্তু তাদের কথা না শুনেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। খোকন ও সগীর অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আর এজন্যই নৌ পুলিশ ইনচার্জ আজমগীর এ সুযোগ কাজে লাগিয়েছেন।”