ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ডাকাত প্রধানসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 82

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মো. আলমগীর ও তার সহযোগী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। এখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় ডাকাত প্রধানসহ গ্রেফতার ২

সর্বশেষ আপডেট ১২:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মো. আলমগীর ও তার সহযোগী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। এখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।