ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ১২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 174

কুমিল্লায় অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করে তার মাথা ন্যাড়া করা হয়েছে। এই ঘটনার একটি ৩ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, যুবকের পাশে তাঁর স্ত্রী ও শিশুসন্তানও চিৎকার করছে।

ঘটনা বুধবার সন্ধ্যায় শুভপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটে। নির্যাতনের শিকার মনছুর মিয়া পেশায় কাঠমিস্ত্রি এবং কটপাড়া গ্রামের বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা যুবককে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। কয়েকজন একসাথে তাঁকে খাটে ফেলে কিল, ঘুসি ও লাথি মারছেন। এরপর তাঁকে অর্ধনগ্ন অবস্থায় ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয় এবং তার মাথা ন্যাড়া করা হয়।

মনছুর মিয়া সাংবাদিকদের জানান, তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে কাঠের কাজ করতে গিয়ে পরিচিত হন। বকেয়া কাজের টাকা আনতে গেলে উনকোট গ্রামের নাছির ও সজীবের নেতৃত্বে ১৫–২০ জন লোক তাঁকে আটক করে মিথ্যা অভিযোগে মারধর করে এবং শেষ পর্যন্ত ৩০ হাজার টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়।

মনছুরের বাবা হাফেজ আহমেদ বলেন, তার ছেলে অন্যায়ভাবে আটক ও নির্যাতিত হয়েছেন এবং তিনি এই ঘটনার বিচারের দাবি করছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ভিডিও নজরে এসেছে। যুবক থানায় অভিযোগ না দিলেও ভিডিও পর্যবেক্ষণ করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ১৬ অক্টোবর শ্রীপুর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেনের অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে বেঁধে মারধর করা হয়েছিল। পরবর্তীতে সালিশ বৈঠকে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ৫ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া

সর্বশেষ আপডেট ১২:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে নির্মমভাবে নির্যাতন করে তার মাথা ন্যাড়া করা হয়েছে। এই ঘটনার একটি ৩ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, যুবকের পাশে তাঁর স্ত্রী ও শিশুসন্তানও চিৎকার করছে।

ঘটনা বুধবার সন্ধ্যায় শুভপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটে। নির্যাতনের শিকার মনছুর মিয়া পেশায় কাঠমিস্ত্রি এবং কটপাড়া গ্রামের বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা যুবককে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। কয়েকজন একসাথে তাঁকে খাটে ফেলে কিল, ঘুসি ও লাথি মারছেন। এরপর তাঁকে অর্ধনগ্ন অবস্থায় ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয় এবং তার মাথা ন্যাড়া করা হয়।

মনছুর মিয়া সাংবাদিকদের জানান, তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে কাঠের কাজ করতে গিয়ে পরিচিত হন। বকেয়া কাজের টাকা আনতে গেলে উনকোট গ্রামের নাছির ও সজীবের নেতৃত্বে ১৫–২০ জন লোক তাঁকে আটক করে মিথ্যা অভিযোগে মারধর করে এবং শেষ পর্যন্ত ৩০ হাজার টাকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়।

মনছুরের বাবা হাফেজ আহমেদ বলেন, তার ছেলে অন্যায়ভাবে আটক ও নির্যাতিত হয়েছেন এবং তিনি এই ঘটনার বিচারের দাবি করছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ভিডিও নজরে এসেছে। যুবক থানায় অভিযোগ না দিলেও ভিডিও পর্যবেক্ষণ করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ১৬ অক্টোবর শ্রীপুর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে স্থানীয় যুবদল নেতা বিল্লাল হোসেনের অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাঁকে বেঁধে মারধর করা হয়েছিল। পরবর্তীতে সালিশ বৈঠকে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ৫ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে দেওয়া হয়।