ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমারখালীতে কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 104

কুমারখালীতে কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ভ্যান নিয়ে বের হয় হৃদয়, এরপর আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে কুমারখালী থানায় অভিযোগ করা হয়। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হৃদয়কে হত্যা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমারখালীতে কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ভ্যান নিয়ে বের হয় হৃদয়, এরপর আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে কুমারখালী থানায় অভিযোগ করা হয়। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হৃদয়কে হত্যা করা হয়েছে।