কুপ্রস্তাব দিয়ে শোকজ খেলেন এনসিপি নেতা সারোয়ার তুষার
- সর্বশেষ আপডেট ০৪:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 317
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে ফোনালাপ ফাঁসের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন তার ব্যাখ্যা চেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ এবং গঠিত তদন্ত কমিটির কাছে জমা দিতে হবে।
এছাড়াও, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে সারোয়ার তুষার তাদের দলের এক নারী নেত্রীকে কুপ্রস্তাব প্রস্তাব দেন বলে অভিযোগ উঠে। অডিওটি ভাইরাল হলে দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।
































