ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে নারী আহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 79

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে নারী আহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে লালমোন বিবি (৬৫) নামের এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লালমোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত আশ্রাফ আলী সরদারের স্ত্রী। জীবিকার জন্য তিনি পরিত্যক্ত লোহা, প্লাস্টিক, বোতল ও কাগজ কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করতেন। ঘটনার সময় রাধাগঞ্জ বাজারে কুঁড়েঘর রেস্টুরেন্টের পাশে বসে সংগ্রহ করা মালামাল বাছাই করছিলেন। এ সময় লাল টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা হঠাৎ বিস্ফোরিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, লালমোন বিবির বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নিচে গভীর ক্ষত রয়েছে। পাশাপাশি মুখমণ্ডল ও বাম হাতের কনুইয়ে স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে নারী আহত

সর্বশেষ আপডেট ১২:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে লালমোন বিবি (৬৫) নামের এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাধাগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লালমোন বিবি কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের মৃত আশ্রাফ আলী সরদারের স্ত্রী। জীবিকার জন্য তিনি পরিত্যক্ত লোহা, প্লাস্টিক, বোতল ও কাগজ কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করতেন। ঘটনার সময় রাধাগঞ্জ বাজারে কুঁড়েঘর রেস্টুরেন্টের পাশে বসে সংগ্রহ করা মালামাল বাছাই করছিলেন। এ সময় লাল টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা হঠাৎ বিস্ফোরিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, লালমোন বিবির বাম হাতের বৃদ্ধাঙ্গুলির নিচে গভীর ক্ষত রয়েছে। পাশাপাশি মুখমণ্ডল ও বাম হাতের কনুইয়ে স্প্লিন্টারের আঘাত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।