কুড়িগ্রামে শিক্ষার্থীদের নিয়ে সেনাবাহিনীর দু’দিনব্যাপী সেমিনার শুরু
- সর্বশেষ আপডেট ১০:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 244
কুড়িগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুপ্রেরণামূলক দু’দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশনের একটি ইউনিটের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উলিপুর উপজেলা মিলনায়তনে সেমিনারের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।
আলোচকরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বের জায়গা, যেখানে যোগদানের জন্য মেধা ও যোগ্যতাই মুখ্য। সেনাবাহিনীতে যোগ দিতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। তারা শিক্ষার্থীদের মাঝে সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার হিসেবে যোগদানে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সেমিনারের প্রথম দিনে উলিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সেমিনারের দ্বিতীয় ও শেষ দিন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজের অডিটোরিয়ামে। এতে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার আরও প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।
































