কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার
- সর্বশেষ আপডেট ০৮:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / 780
ঈদের ছুটিকে ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কুড়িগ্রাম জেলায় গ্রামীণ ব্যাংক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে আওয়ামী লীগপন্থী চক্রের নাশকতার আশঙ্কায় এই সতর্কতা নেওয়া হয়েছে।
জানা গেছে, ঈদের আগের রাত থেকেই জেলার ১১টি থানার অধীনে থাকা ৫২টি গ্রামীণ ব্যাংক শাখাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়। এর মধ্যে কুড়িগ্রাম সদর, উলিপুর, রাজারহাট, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, কচাকাটা, চিলমারী, ঢুষমারা, চর রাজিবপুর ও রৌমারী থানায় পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হয়।
নিরাপত্তা ব্যবস্থায় জেলা পুলিশের সঙ্গে অংশ নেয় আনসার, চৌকিদার ও দফাদাররা। প্রতিটি ব্যাংক ও ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল ও নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয় বিশেষ নিরাপত্তা টিম।
এছাড়া কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকার পল্লী বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে জেলা পুলিশের চৌকস ইউনিট, ডিবি (গোয়েন্দা শাখা) এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমাল রক্ষা এবং ঈদ উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা। কুড়িগ্রামে যেকোনো নাশকতা ও অপতৎপরতা মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।

































