কুড়িগ্রামে কোরবানি উপলক্ষে দুঃস্থদের মাঝে ৭৮টি গরুর মাংস বিতরণ
- সর্বশেষ আপডেট ০২:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / 548
কুড়িগ্রামে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে ছয় হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট ৭৮টি কোরবানির গরুর মাংস বিতরণ করে সংগঠনটি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় দুই শত স্বেচ্ছাসেবকের নিরলস পরিশ্রমে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার ৭ জুন থেকে শুরু হয়ে দুই দিনব্যাপী কোরবানির মাংস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল্লাহ, মোঃ মাসুদ হোসেন, নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ, ফারুক আহমেদ, সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্যরা।
কোরবানির মাংস পেয়ে হাতিয়া ইউনিয়নের মোছাঃ সুফিয়া বেগম বলেন, “কত দিন গরুর গোশত খাই না জানি না, গরুর গোশতের স্বাদই ভুলে গেছি। আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হয়েছি। পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে খাবো।”
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন বলেন, “আমরা গতকাল ও আজ—এই দুই দিনে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলা (কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর) এলাকায় ৭৮টি গরু কোরবানি করেছি। যেসব মানুষ মাংস কেনার সামর্থ্য রাখেন না, এমন ৬ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কাজে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবক ও তিন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকাকে ধন্যবাদ জানাই।”

































