কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম
- সর্বশেষ আপডেট ০৭:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 115
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে অবশেষে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম মাজহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট যুদ্ধে অংশ নেবেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেন। এই তালিকাতেই নিশ্চিত হয় কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলামের মনোনয়ন।
কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে চারটি আসনের প্রার্থী আগেই চূড়ান্ত করা হলেও কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-৫ আসনের বিষয়ে দলের সিদ্ধান্ত ঝুলে ছিল। ফলে ওই দুটি আসন নিয়ে কর্মীসমর্থকদের মধ্যে বেশ আলোচনা ও আগ্রহ তৈরি হয়।
শেষ পর্যন্ত স্থগিত থাকা এই দুটি আসনেই প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে প্রার্থী করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবালকে।
দলীয় সিদ্ধান্তে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ায় দীর্ঘদিনের জল্পনা-কল্পনারও শেষ হলো।


































