ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ বিএনপিতে সভাপতি শরীফুল, সাধারণ সম্পাদক মাজহারুল

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 184

কিশোরগঞ্জ বিএনপিতে সভাপতি শরীফুল, সাধারণ সম্পাদক মাজহারুল

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। কাউন্সিলরদের গোপন ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফুল আলম, আর টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। ভোটগ্রহণ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং ফলাফল রবিবার ভোরে ঘোষণা করা হয়। সম্মেলনে ২১টি সাংগঠনিক ইউনিট থেকে ২ হাজার ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।

সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে শরীফুল আলম আনারস প্রতীকে ১ হাজার ৫২২ ভোট পেয়েছেন, আর প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন ছাতা প্রতীকে ১৯৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে ১ হাজার ১৫৯ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল ফুটবল প্রতীকে ৬১১ ভোট পেয়েছেন।

কাউন্সিলররা ভোটের সময় উৎসবমুখর পরিবেশ এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ভালোভাবে দেখেছেন। প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, কোনো লিখিত অভিযোগ না আসায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কিশোরগঞ্জ বিএনপিতে সভাপতি শরীফুল, সাধারণ সম্পাদক মাজহারুল

সর্বশেষ আপডেট ১২:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। কাউন্সিলরদের গোপন ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন শরীফুল আলম, আর টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম। ভোটগ্রহণ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং ফলাফল রবিবার ভোরে ঘোষণা করা হয়। সম্মেলনে ২১টি সাংগঠনিক ইউনিট থেকে ২ হাজার ৯০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।

সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে শরীফুল আলম আনারস প্রতীকে ১ হাজার ৫২২ ভোট পেয়েছেন, আর প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন ছাতা প্রতীকে ১৯৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে ১ হাজার ১৫৯ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল ফুটবল প্রতীকে ৬১১ ভোট পেয়েছেন।

কাউন্সিলররা ভোটের সময় উৎসবমুখর পরিবেশ এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ভালোভাবে দেখেছেন। প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, কোনো লিখিত অভিযোগ না আসায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।