কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা আ.লীগে যোগ দিলেন
- সর্বশেষ আপডেট ১০:৩৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 122
কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন।
ফয়জুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে। তিনি এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। এছাড়া ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিতেও তিনি ছিলেন।
লাইভে ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ধারক, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। তার ভাষায়, “৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ লুট ও স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এই প্রবণতা রোধ করতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক ও জনগণের একমাত্র ভরসাস্থল।”
তবে তিনি কীভাবে বা কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। তাই তার আওয়ামী লীগে যোগদানে কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”































