শিরোনাম
কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
- সর্বশেষ আপডেট ০৫:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 34
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলা শহরের বত্রিশ এলাকায় অবস্থিত রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী হেলাল। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাছিম খান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব, সদস্য মাহবুবুল আলম, আব্দুল আল মোহায়মিন লাখ মিয়াসহ রেড ক্রিসেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।






































